রাজশাহী র্যাব-৫ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার ৭টি কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করে কারখানার মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আড়ানী দিয়াড়পাড়া এলাকার মিঠন আলী, সবুজ আলী, মহন আলী, রতন প্রামানিক, রকি আহমেদ, কাজিম আলী ও লিটন হোসেন দীর্ঘদিন থেকে নানা রকম উপকরণ চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে আখের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন ।
এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী র্যাব-৫ এর সহায়তায় অভিযান চালিয়ে গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংসসহ কারখানা মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেন।
বাজার মূল্য প্রতি কেজি গুড়ের মূল্যে ৮৫ টাকা হিসেবে ধ্বংস করা ৩ হাজার ৬০০ কেজি গুড়ের মূল্যে ধরা হয়েছে ৩ লক্ষ ৬ হাজার টাকা। অভিযানে থাকা র্যাব-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, অধিক মুনাফার আশায় কারখানার সাত মালিক চিনি দিয়ে গুড় তৈরি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছে। গুড়ের রং উজ্জ্বল করতে বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে । এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং অর্থদন্ড করা হয়েছে।
প্রিন্ট