পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের হাতে হত্যার শিকার হলেন বড় ভাই আবু রায়হান (২৬)। রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আবু রায়হান ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান, রোমান (২৪) ও জামাল (১৬) শুয়ে পড়েন। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়েন। সুযোগমতো রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করতে শুরু করে। বড় ভাইয়ৈর ছটফটানির শব্দে সবচেয়ে ছোট ভাই জামালের ঘুম ভেঙে যায়। এ সময় তার চিৎকারে পাশের ঘরে ঘুম থেকে উঠে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এসে দরজা খুললে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
স্থানীয়রা জানান, তিন ভাইয়ের মধ্যে অভিযুক্ত রোমান বিয়ে করলেও বাকি দুই ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে টাকা-পয়সা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে থাকতে পারে বলে নিহতের পরিবারের ধারণা।
খবর পেয়ে রাতেই সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
প্রিন্ট