বোয়ালমারী উপজেলার বাউরকান্দি যুব সমাজের উদ্দোগে তিনদিন ব্যাপি আয়োজিত শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্টিতব্য পুজা, কবি গান ও সাংস্কৃতি অনুষ্ঠানের ২য় দিনে (০১মার্চ) প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান জনাব এম.এম. মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন এ সরকার জনগনের উন্নয়নের সরকার, এ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের উল্লেখ করে বলেন দেশ আজ উন্নয়ের রোল মডেল হিসাবে আন্তর্জাতিক ভাবে এগিয়ে যাচ্ছে।তার সুফল আজ মানুষ ঘরে বসে ভোগ করছে। তিনি আরও বলেন বিজ্ঞান আজ আমাদের উন্নয়ন যথেস্ট গতিশীল করেছে।
পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মোঃনুরুল আলম মুকুল মিনার বিভিন্ন দাবি পুরনসহ উন্নয়ন অব্যহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন গত নির্বাচনে আমি এই ইউনিয়নে পরাজিত হয়েছি, সেটা আমার ভুলের কারনে, যা আপনারা আগামীতে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখে আপনাদের সেবা করার তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখাবেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা সরকারি কলেজের সহঃঅধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মাহিদুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধরী রায়হান রকি, পরমেশ্বরদী ইউপি আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক সৈয়দ শওকত আলী, ইউপি যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, দীপক কুমার রায়, সহস্রাইলবাজার বনিক সমিতির সভাপতি মোঃ চুন্নু বিশ্বাস, যুলীগনেতা গৌরঙ্গ পাল, তরুন আওয়ামী কর্মী লিটন মিনা ও ছাত্রলীগ নেতা টিউলিপ।
সার্বিক তত্বাবধানে ছিলেন স্থানীয় যুব সমাজ।
উল্লেখ্য অনুষ্ঠানে ৩য়দিন (২মার্চ) মাহিদুল হকের পরিচালনায় সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠী মনোঙ্গ সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ঢাকা বেতার শিল্পী বিশ্বজিৎ রায়, কেয়ামনি (গোপালগঞ্জ) মিরাজ ও শিশির (ফরিদপুর) মুক্তি (মাগুরা) বিশেষ ভাবে উল্লেখযোগ্য।।
প্রিন্ট