ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জর্জ একাডেমী প্রাঙ্গনে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে বোয়ালমারী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালিত হয়। আজ বিকাল তিনটায় উক্ত কর্মসূচি পালিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম (কামাল) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, (সাধারণ সম্পাদক), শামসুদ্দিন মিয়া ঝুনু, (যুগ্মসাধারণ সম্পাদক) ও শেখ আফসার উদ্দিন (সভাপতি পৌর বিএনপি) সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যে উদ্ধগতি ও বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীদের এক যোগে কাজ চালিয়ে যেতে উদাত্ব আহ্বান করেন।
প্রিন্ট