শক্তি ফাউন্ডেশন এনজিওর আয়োজনে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গণের চারপাশে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়। সোমবার ৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ৫০ টি বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। বৃক্ষরোপণ অনুষ্ঠানটি আয়োজন করে শক্তি ফাউণ্ডেশন। সকাল ১০.৩০ টার সময় একটি আম গাছ রোপণের মাধ্যমে অনুষ্টানটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এসময় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির, শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর হিউম্যান রাইটর্স (এইচ আর) প্রধান আছমা বেগম, শক্তি ফাউন্ডেশন মাগুরা শাখার ম্যানেজার এস এম জুলহাস, রিজিওনাল হেড মোঃ হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান সহ আরও ব্যক্তিগণ।
আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। উন্নয়নকে টেকসই করতে এবং এসডিজি ১৩ ও ১৫ নং লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অবশ্যম্ভাবী। তিনি এসময় সকলকে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করার জন্য উদাত্ত আহবান জানান। শক্তি ফাউন্ডেশন (এনজিও) কাঠবাদাম গাছ, কৃষ্ণচূড়া গাছ, জাম গাছ, রাধাচূড়া গাছ, আম গাছ, বকুল গাছ, মেহগনি গাছ, কাঞ্চন গাছ এর চারা রোপণ করেন।
প্রিন্ট