মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দীর্ঘ দিনের ছোট ছোট মেহগনি গাছ কাটা হলো স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। সোমবার ৩ এপ্রিল দুপুর ৩ টার সময় পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম এর সাথে গাছ কাটার বিষয়ে কথা হয়।
গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল আলীম জানান এই পাল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আমি ছিলাম শুরু থেকে প্রতিষ্ঠাতা উদ্যোগী মানুষ। তিনি বলেন ২০০৪ সালে স্কুলের মাঠে মেহগনি গাছ লাগানো হয় কিন্তু গাছ গুলো বড় ও মোটা হয় না।
এজন্যই সামনে কালবৈশাখী ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে যাতে স্কুল ঘরের ক্ষতি রোধ করার জন্য ও স্কুলের ছাত্রীদের জাতীয় সঙ্গীতের পিটি এবং স্কুলের খোলা মাঠের জন্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছ গুলো কাটার সিদ্ধান্ত হয়।
স্কুলের সভাপতি সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ম্যানোজিং কমিটির সদস্য মোশাররফ হোসেন, রেহেনা বেগম, সুজিত কুমার বিশ্বাস, নুরুজ্জামান, লুৎফর মিটিং এ রেজুলেশন করে গাছ কাটার সিদ্ধান্ত হয়ে ছিলো। গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্রী রামানন্দ পাল জানান কেনো গাছ কাটা হলো এই বিষয়ে তদন্তের ভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণীর উপর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রিন্ট