পাবনার চাটমোহর পৌরসভার নতুন বাজার খেয়াঘাট এলাকায় একটি জুতার ও কসমেটিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় মারুফ মার্কেটে জনাব আলীর জুতার দোকান ও মোকলেছুর রহমানের কসমেটিক দোকান রাত বুধবার (৩ মার্চ)১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকান্ডে ওই দুই দোকানের সকল মালামাল নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।
প্রিন্ট