জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বেলা ১২ টায় সংগঠনের আহবায়ক রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় কাটপট্রি বিএনপি’র দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন , জেলা কৃষক দলের সদস্য মুরাদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা তাদের বক্তব্য তে বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করে বলেন যে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এছাড়া আগামী ১৫ এপ্রিল ফরিদপুর বিভাগীয় জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
প্রিন্ট