কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৪০ পিস ইয়াবাসহ রাজু আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেল ৩টার দিকে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার সংগ্রামপুর ভিটাপাড়া থেকে রাজুকে আটক করা হয়। আটককৃত দৌলতপুর উপজেলার ঝাউদিয়া মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল দৌলতপুরের ভিটাপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিমের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে গেলেও তার সহযোগী রাজুকে আটক করা হয়। আটককৃত রাজুর দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট