ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের বাবুল মোল্যার কন্যা আদুরী হত্যা মামলার আসামীদের ফাসীর দাবিতে আদুরীর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪মার্চ) বিকাল ৫ টায় ঘন্টাব্যাপী লক্ষীনারায়নপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আদুরী সুলতানার বাবা বাবুল মোল্যা, ভাই নওসের আলী মোল্যা,বোন সোহাগী সুলতানা, এলাকাবাশীর পক্ষে আলহাজ্ব মোঃ বছির উদ্দিন মোল্যা প্রমুখ।
বক্তারা আদুরী সুলতানার হত্যাকারি পাষন্ড সামী আরমান ফকির সহ আসামীদের ফাসীর দাবি জানান। উল্লেখ্য, গত ২০২১ সালের ২৩ শে অক্টোবর উপজেলার গাজনা গ্রামের কাসেম আলী ফকিরের (৫০) পুত্র আরমান ফকিরের (২৫) সাথে ইসলামী সরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই পারিবারিক অসান্তি লেগেই থাকত।
০৩ ফেব্রুয়ারী আদুরী ও আরমান ফকির দমপতির পুত্র সন্তান এর মুখে ভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে পরিবারের সবাই দাওয়াতে অংশ নিতে আদুরির শশুর বাড়িতে যায়। ফেরা সময় আদুরির ছোট ভাই থেকে জেতে চাইলে আরমান রাখেনি। নিহত আদুরির পিতা বলেন রাতে আরমান আমাকে তার ব্যাক্তগত মোবাইল থেকে কল করে আদুরি অসুস্থ বলে তাদের বাড়িতে আসতে বলে। আমরা অটো রিক্সা নিয়ে রওনা হই।
কিন্তু আরমানের বাড়িতে পৌছার আগেই রাস্তায় দেখা আরমানের পরিবারের লোকজন আদুরি কে নিয়ে হাসপাতালে জাচ্ছে । আমরা তাদের অনুসরন করে মধুখালী উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে জাই। হাসপাতালে গিয়ে আমরা দেখি জরুরি বিভাগে আদুরির নিথর দেহ পড়ে আছে। কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি তাকে মৃত ঘষোনা করেন। আমি তাদের ফসির দাবি জানাই।
প্রিন্ট