ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু Logo দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানি করে কারাগারে যুবক Logo নাটোরের বাগাতিপাড়া বাউয়েট এর নতুন রেজিস্ট্রার শেখ সানি মোহাম্মদ তালহা Logo বঙ্গোপসাগরে ১২ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি Logo দ্বীপ হাতিয়ায় সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’ Logo কালুখালীতে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের উঠান বৈঠক Logo গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় Logo লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ শামীম আহম্মেদ সাগর Logo ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় Logo বোয়ালমারীতে স্বস্তির বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মধুখালীতে আদুরী হত্যা মামলার আসামীদের ফাসীর দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের বাবুল মোল্যার কন্যা আদুরী হত্যা মামলার আসামীদের ফাসীর দাবিতে আদুরীর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪মার্চ) বিকাল ৫ টায় ঘন্টাব্যাপী লক্ষীনারায়নপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আদুরী সুলতানার বাবা বাবুল মোল্যা, ভাই নওসের আলী মোল্যা,বোন সোহাগী সুলতানা, এলাকাবাশীর পক্ষে আলহাজ্ব মোঃ বছির উদ্দিন মোল্যা প্রমুখ।

বক্তারা আদুরী সুলতানার হত্যাকারি পাষন্ড সামী আরমান ফকির সহ আসামীদের ফাসীর দাবি জানান। উল্লেখ্য, গত ২০২১ সালের ২৩ শে অক্টোবর উপজেলার গাজনা গ্রামের কাসেম আলী ফকিরের (৫০) পুত্র আরমান ফকিরের (২৫) সাথে ইসলামী সরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই পারিবারিক অসান্তি লেগেই থাকত।

০৩ ফেব্রুয়ারী আদুরী ও আরমান ফকির দমপতির পুত্র সন্তান এর মুখে ভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে পরিবারের সবাই দাওয়াতে অংশ নিতে আদুরির শশুর বাড়িতে যায়। ফেরা সময় আদুরির ছোট ভাই থেকে জেতে চাইলে আরমান রাখেনি। নিহত আদুরির পিতা বলেন রাতে আরমান আমাকে তার ব্যাক্তগত মোবাইল থেকে কল করে আদুরি অসুস্থ বলে তাদের বাড়িতে আসতে বলে। আমরা অটো রিক্সা নিয়ে রওনা হই।

কিন্তু আরমানের বাড়িতে পৌছার আগেই রাস্তায় দেখা আরমানের পরিবারের লোকজন আদুরি কে নিয়ে হাসপাতালে জাচ্ছে । আমরা তাদের অনুসরন করে মধুখালী উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে জাই। হাসপাতালে গিয়ে আমরা দেখি জরুরি বিভাগে আদুরির নিথর দেহ পড়ে আছে। কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি তাকে মৃত ঘষোনা করেন। আমি তাদের ফসির দাবি জানাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

error: Content is protected !!

মধুখালীতে আদুরী হত্যা মামলার আসামীদের ফাসীর দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের বাবুল মোল্যার কন্যা আদুরী হত্যা মামলার আসামীদের ফাসীর দাবিতে আদুরীর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪মার্চ) বিকাল ৫ টায় ঘন্টাব্যাপী লক্ষীনারায়নপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আদুরী সুলতানার বাবা বাবুল মোল্যা, ভাই নওসের আলী মোল্যা,বোন সোহাগী সুলতানা, এলাকাবাশীর পক্ষে আলহাজ্ব মোঃ বছির উদ্দিন মোল্যা প্রমুখ।

বক্তারা আদুরী সুলতানার হত্যাকারি পাষন্ড সামী আরমান ফকির সহ আসামীদের ফাসীর দাবি জানান। উল্লেখ্য, গত ২০২১ সালের ২৩ শে অক্টোবর উপজেলার গাজনা গ্রামের কাসেম আলী ফকিরের (৫০) পুত্র আরমান ফকিরের (২৫) সাথে ইসলামী সরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই পারিবারিক অসান্তি লেগেই থাকত।

০৩ ফেব্রুয়ারী আদুরী ও আরমান ফকির দমপতির পুত্র সন্তান এর মুখে ভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে পরিবারের সবাই দাওয়াতে অংশ নিতে আদুরির শশুর বাড়িতে যায়। ফেরা সময় আদুরির ছোট ভাই থেকে জেতে চাইলে আরমান রাখেনি। নিহত আদুরির পিতা বলেন রাতে আরমান আমাকে তার ব্যাক্তগত মোবাইল থেকে কল করে আদুরি অসুস্থ বলে তাদের বাড়িতে আসতে বলে। আমরা অটো রিক্সা নিয়ে রওনা হই।

কিন্তু আরমানের বাড়িতে পৌছার আগেই রাস্তায় দেখা আরমানের পরিবারের লোকজন আদুরি কে নিয়ে হাসপাতালে জাচ্ছে । আমরা তাদের অনুসরন করে মধুখালী উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে জাই। হাসপাতালে গিয়ে আমরা দেখি জরুরি বিভাগে আদুরির নিথর দেহ পড়ে আছে। কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি তাকে মৃত ঘষোনা করেন। আমি তাদের ফসির দাবি জানাই।