ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রভাতে সরকারিভাবে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা হয়। সকালে উপজেলা সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সকাল ৯.০০ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, মন্দিরে প্রার্থনাসহ উপজেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়।
সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।
পতাকা উত্তোলনের পর স্বাগত ভাষণে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনের বাজি রেখে দেশ স্বাধীন করেছেন।
তিনি জাতির পিতা ও তার পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন। তিনি আরও বলেন, দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু। তাঁর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছি। তাঁরই নেতৃত্বে আগামীতে স্বনির্ভর উন্নত বাংলাদেশ গড়ে তুলব ।
প্রিন্ট