ফরিদপুরের ভাংগা উপজেলায় মালীগ্রাম বাজারের উত্তর পূর্বপাশের সার্ভিস রোডে অদ্য বিকেল সাড়ে চারটায় অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় আ: জালাল হোসেন (৭০), পিতা- মৃত হাজী হাবিবুর রহমান, সাং-২১ নং ওয়ার্ড বাউপাড়া, থানা-জয়দেবপুর, জেলা গাজীপুর কে রানার কোম্পানির ড্রাম ট্রাক যার নম্বর চুয়াডাঙ্গা ট-১১-০৮৬৫ ধাক্কা দিলে উক্ত পথচারী ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যু ব্যক্তির সুরতহাল প্রস্তুত করেন। এই বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রিন্ট