আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন আকুল ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (২৭.০২.২১) বিকেলে সাতৈর ইউনিয়নের কয়ড়া-কালিবাড়ী গঙ্গাস্নান উপলক্ষে অনুষ্ঠিত মেলায় স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের সাথে তিনি কুশল বিনিময় করেন।
এই সময় তার সফর সঙ্গিদের মধ্যে অন্যতম ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: নাসিরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম রাজন, সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ড মেম্বার রিজিয়া বেগম, পান্না বেগম, সালমা বেগম; ওয়ার্ড মেম্বার মো: আলিম হোসেন, মো: আব্দুর রাজ্জাক, মো: মোতালেব হোসেন, বাবুল মেম্বার এবং ইসমাইল মেম্বারসহ অসংখ্য নেতাকমী।
ওই ইউনিয়নের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের চেয়ে অধিক জনপ্রিয় হয়ে উঠেছেন আকবর হোসেন আকুল। ইতোমধ্যে তাঁর সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড দিয়ে সাতৈর ইউনিয়নের ভোটারদের মন জয় করে নিয়েছেন। তাদের সুখ দুঃখে নিজ থেকেই ছুটে গেছেন। হিন্দু-মুসলিম, ছোট-বড় সবার প্রিয়মুখ আকবর হোসেন আকুল সবার ডাকেই সাড়া দিয়েছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে, তাদের কল্যাণে নিরন্তর ছুটে চলেছেন তিনি। অসহায় মানুষের পক্ষে কথা বলা, তাদের জন্য জনহিতকর কাজ করা, তার রক্তের ধারায় প্রবাহমান। মানব সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন।
এ কারণেই তিনি সাতৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে আকবর হোসেন আকুল সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাতৈর জে.আই.ডি সিনিয়র মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং তিনবার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি জামায়াত সরকারের আমলে একাধিক মিথ্যা হয়রানী মূলক মামলায় কারা নির্যাতিত হয়েছেন।
আকবর হোসেন আকুল নিজের কর্মী-সমর্থক, সাধারণ এলাকাবাসীদের শ্রদ্ধা-ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার প্রচার প্রচারণা, গণসংযোগ শুরু থেকেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাতৈর ইউনিয়নের বাসিন্দা ভ্যান চালক রবিউল ইসলাম বলেন, আমাদের সুখে-দুঃখে আকুল ভাইকে আমরা সব সময় পাশে পাই, তাকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ওই ইউনিয়নের আরেক বাসিন্দা মাছ ব্যবসায়ী অজয় দাস বলেন, আকুল ভাই তার কর্মকাÐের মাধ্যমে সবার নিকট প্রিয় মুখে পরিনত হয়েছেন। আমরা তাকেই ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে চাই।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে আকবর হোসেন আকুল বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বর্তমানে সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করছি। মনোনয়নের ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তই নিবেন। যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে আমার সাধ্যমত এলাকার মানুষের সহযোগিতা করেছি। আমি সব সময় দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে থেকেছি। সে লক্ষে এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি।
আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে সাতৈর ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করতে দল তাকে মনোনয়ন দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট