মুজিববর্ষে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভুমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান , সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন , উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ ও ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।
ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সহগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ৭৫ টি পরিবারকে জমির দলির, খাজনা খারিজের কাগজ ও ঘরের চাবি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়
এর আগে গোমস্তাপুর উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৬৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়ছে। অর্থাৎ হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে গোমস্তাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রিন্ট