আগামী মে-জুনে ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সরব হয়েছেন। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের পাট্টা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শিক্ষিত ও ক্লিন ইমেজের উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুছ বিশ্বাসের নাম আলোচিত হচ্ছে। তরুন প্রজন্মকে ক্রীড়া ও পাঠাগারমুখীকরণে তিনি বিশেষ ভ‚মিকা রাখছেন। তিনি নৌকার হাল ধরতে এলাকায় আগাম গণসংযোগ করছেন।
করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় দলমত নির্বিশেষ এলাকায় তার গ্রহণযোগ্য বৃদ্ধি পয়েছে।
জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জনমত গঠনে সমর্থিত লোকজনকে সাথে নিয়ে মোটর সাইকেল, অটোবাইক ও ভ্যান নিয়ে শোডাউন, পাড়ায় পাড়ায় উঠান বৈঠক এবং সভা-সমাবেশ করে চলেছেন তিনি। আগাম প্রচার-প্রচারণার ফলে তার পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠেছে।
ইউনুছ বিশ্বাস পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বি.এ (পাস) ডি.এল.এস পাশের পর পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক হিসেবে কর্মরত থেকে মানসম্মত শিক্ষা বিস্তার ও সৃজনশীল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়েমুক্ত মানবিক সমাজ বিনির্মাণে অগ্রণীভ‚মিকা রাখছেন। পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ে ১একর পৈত্রিক জমি দান, পাট্টা বাইতুন নূর মসজিদে পৈত্রিক জমি দানসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে তিনি অনুপ্রাণিত হয়ে তরুন সমাজসেবী হিসেবে ইউনুছ বিশ্বাস এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তার পিতা আলহাজ্ব দলিল উদ্দিন বিশ্বাস একজন মুজিব আদর্শের সৈনিক। প্রবীণ বয়সেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের দাতা। দীর্ঘদিন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব দলিল উদ্দিন বিশ্বাস। ইউনুছ বিশ্বাসের বড় ভাই রেজাউল করিম বিশ্বাস পাট্টা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তার মেজো ভাই গোলাম মোস্তফা বিশ্বাস তৎকালীন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস ছিলেন। গোলাম মোস্তফা বিশ্বাস দীর্ঘদিন পাট্টা ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
পাট্টা ইউপির আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী উদীয়মান সমাজসেবী ইউনুছ আলী বিশ্বাস জানান, আওয়ামী লীগের ত্যাগী পরিবার হিসেবে এলাকায় দলীয় কর্মকান্ডে আমাদের ভ‚মিকা জোরালো। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব। অতীতে দলের দুঃসময়ে নানা অত্যাচার-নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছি। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে আছি। তাই বর্তমান সামাজিক ও রাজনৈতিক পেক্ষাপটে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তৃণমূলের নেতাকর্মীরা আমাকে উৎসাহিত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। তৃণমূলের জনমতের উপর ভিত্তি করে দলীয় মনোনয়নে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত পাট্টা ইউপি গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য: পাট্টা ইউপির বর্তমান চেয়ারম্যান হলেন- আব্দুর রব (মোনা বিশ্বাস)। তিনি পাট্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি। ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বর্তমানে নানা কারণে তার জনমত হ্রাস পেয়েছে। নানা বির্তকের কারণে দলের মধ্যে তার বিরোধী শক্ত মোর্চা গড়ে উঠেছে। বিরোধীরা একাট্টা হয়ে মাঠে নেমেছেন।
প্রিন্ট