সাতৈর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মো: আকবর হোসেন আকুলের নির্বাচনী শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
তিনি সোমবার সকাল ১০টায় সাতৈর বাজার থেকে কয়েখ শত মটর সাইকেলের একটি বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শণ করেন। মটার সাইকেল শোভা যাত্রাটি সাতৈর বাজারে এসে বিকাল ৪টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদের মধ্যে মো: আলীম হোসেন, মো: নাসিরুল ইসলাম, ডা: মো: মোশাররফ হোসেন মুসা, শান্ত প্রমুখ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আকবর হোসেন আকুল সাতৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে পরপর তিনবার মেম্বার নির্বাচিত হন। তিনি বোয়ালমারী উপজেলা বিআরডিবি-র তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ৪০ বছর তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে মানুষের সেবা করে যাচ্ছেন। বর্তমান তিনি সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সাতৈর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার উদ্দেশ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।