বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক হেলালের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগ আজ শুক্রবার বিকেলে হোটেল লাক্সারির পাশে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার নাদিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনজুর আলী, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য সমীর কুমার বোস, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবু সিদ্দিকী পাখি, জেলা আওয়ামী লীগের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মোল্লা ফরিদপুর জেলা বিএনপির , আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ শামীম হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি কামরুল হাসান বাবলু, ফরিদপুর শহর শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যগোপাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মৃধা মোহাম্মদ খায়রুজ্জামান, অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম মিঠু।
সভায় বক্তারা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক হেলালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন এমদাদুল হক হেলালের মৃত্যুতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তারা তার আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদানের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেখ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।
প্রিন্ট