আগামী ১৮ মার্চ বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত দেশব্যাপী সমাবেশ সফল করার লক্ষ্য আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে সংগঠন আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মৃনাল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাদের বক্তব্য, বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করেন।
সভায় ইতিপূর্বে বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৮ মার্চ বেলা ১১ টায় ঘটিকার সময় ফরিদপুর শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ের সম্মূখে সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়।
প্রিন্ট