ফরিদপুরের সদরপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণী ও উপজেলা দুই কর্মকার্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনসহ অন্যান্যরা।
বিদায়ী কর্মকর্তারা হচ্ছেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া ও পল্লী বিদ্যুৎ এ.জি.এম মোঃ বোরহান উদ্দিন।