ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথা উপজেলা ছাত্রলীগ সভাপ‌তির দ্রুত বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা ছাত্রলীগের সভাপ‌তি রায়‌মোহন কুমার রা‌য়ের দ্রুত বিচা‌রের দা‌বি‌ত‌ে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
গত শুক্রবার এক ক‌লেজ ছাত্রী‌কে ইভটি‌জিং করার প্রতিবাদ করায় ক‌লেজ ছাত্রীর বাবা, কাকা, কাকা‌তো ভাই‌য়ের উপর হামলা চা‌লি‌য়ে আহত করে উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার সমর্থ‌কেরা। ভুক্ত‌ভো‌গি সেই ক‌লেজ ছাত্রীর প‌রিবা‌রের সদস‌্যরা উপ‌স্থিত হ‌য়ে সোমবার   বিকা‌লে স্থানীয় সংবাদ পত্র অ‌ফি‌সে এই সংবাদ স‌ম্মেলন ক‌রে।
সংবাদ স‌ম্মেল‌নে ভুক্ত‌ভোগী ঐ ক‌লেজ ছাত্রীর কাকাত ভাই ছাত্রলীগ কর্মী প্রণব পাল লিখিত বক্তব্যে ব‌লেন, গত শুক্রবার আমার কাকত বোনকে উত‌্যক্ত করার প্রতিবাদ করায় আমার বাবা, কাকা, ছোট ভাই পিজুস পাল আহত হ‌লে সালথা থানা পু‌লিশ ও স্থানীয়‌দের দ্রুত পদ‌ক্ষে‌পের কার‌নে আমরা বড় ধর‌ণের ক্ষয়-ক্ষ‌তি থে‌কে বেঁচে যাই। এরপর সালথা থানা পু‌লিশ তাৎক্ষ‌নিক ব‌্যবস্থা নি‌য়ে ঐ‌দিনই মামলা নি‌লে ছাত্রলীগ সভাপ‌তি রায়‌মোহন গা ঢাকা দেয়।
বর্তমা‌নে উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি রায় মোহ‌নের প্রভাব খা‌টি‌য়ে মামলা তু‌লে নি‌তে তার সমর্থ‌ক ও প‌রিবা‌রের সদস‌্যরা বি‌ভিন্নভা‌বে হুম‌কি দি‌চ্ছে। নি‌জে‌রা আত‌ঙ্কে আ‌ছে এই কথা ব‌লে তি‌নি আওয়ামীলীগ সরকা‌রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, স্থানীয় সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কা‌ছে আকুল আ‌বেদন ক‌রে অ‌ভিযুক্ত উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার ক‌্যাডার বা‌হিনী‌কে দ্রুত গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জানান।
এছাড়াও ফ‌রিদপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ‌কে রায়‌মোহ‌নের বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ জানান। এসময় তারা সালথা থানা পু‌লিশ ও স্থানীয় সাংবা‌দিক‌দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।
সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, ভুক্ত‌ভো‌গি ক‌লেজ ছাত্রীর বাবা জীবন কুমার পাল, কাকা প্রাণ কুমার পাল, সনাতন কুমার পাল, কাকাতো ভাই প্রণব কুমার পাল, পিষুস কুমার পাল প্রমূখ। এছাড়াও স্থানীয় সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

সালথা উপজেলা ছাত্রলীগ সভাপ‌তির দ্রুত বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা ছাত্রলীগের সভাপ‌তি রায়‌মোহন কুমার রা‌য়ের দ্রুত বিচা‌রের দা‌বি‌ত‌ে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
গত শুক্রবার এক ক‌লেজ ছাত্রী‌কে ইভটি‌জিং করার প্রতিবাদ করায় ক‌লেজ ছাত্রীর বাবা, কাকা, কাকা‌তো ভাই‌য়ের উপর হামলা চা‌লি‌য়ে আহত করে উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার সমর্থ‌কেরা। ভুক্ত‌ভো‌গি সেই ক‌লেজ ছাত্রীর প‌রিবা‌রের সদস‌্যরা উপ‌স্থিত হ‌য়ে সোমবার   বিকা‌লে স্থানীয় সংবাদ পত্র অ‌ফি‌সে এই সংবাদ স‌ম্মেলন ক‌রে।
সংবাদ স‌ম্মেল‌নে ভুক্ত‌ভোগী ঐ ক‌লেজ ছাত্রীর কাকাত ভাই ছাত্রলীগ কর্মী প্রণব পাল লিখিত বক্তব্যে ব‌লেন, গত শুক্রবার আমার কাকত বোনকে উত‌্যক্ত করার প্রতিবাদ করায় আমার বাবা, কাকা, ছোট ভাই পিজুস পাল আহত হ‌লে সালথা থানা পু‌লিশ ও স্থানীয়‌দের দ্রুত পদ‌ক্ষে‌পের কার‌নে আমরা বড় ধর‌ণের ক্ষয়-ক্ষ‌তি থে‌কে বেঁচে যাই। এরপর সালথা থানা পু‌লিশ তাৎক্ষ‌নিক ব‌্যবস্থা নি‌য়ে ঐ‌দিনই মামলা নি‌লে ছাত্রলীগ সভাপ‌তি রায়‌মোহন গা ঢাকা দেয়।
বর্তমা‌নে উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি রায় মোহ‌নের প্রভাব খা‌টি‌য়ে মামলা তু‌লে নি‌তে তার সমর্থ‌ক ও প‌রিবা‌রের সদস‌্যরা বি‌ভিন্নভা‌বে হুম‌কি দি‌চ্ছে। নি‌জে‌রা আত‌ঙ্কে আ‌ছে এই কথা ব‌লে তি‌নি আওয়ামীলীগ সরকা‌রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, স্থানীয় সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কা‌ছে আকুল আ‌বেদন ক‌রে অ‌ভিযুক্ত উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রায়‌মোহন ও তার ক‌্যাডার বা‌হিনী‌কে দ্রুত গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জানান।
এছাড়াও ফ‌রিদপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ‌কে রায়‌মোহ‌নের বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ জানান। এসময় তারা সালথা থানা পু‌লিশ ও স্থানীয় সাংবা‌দিক‌দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।
সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, ভুক্ত‌ভো‌গি ক‌লেজ ছাত্রীর বাবা জীবন কুমার পাল, কাকা প্রাণ কুমার পাল, সনাতন কুমার পাল, কাকাতো ভাই প্রণব কুমার পাল, পিষুস কুমার পাল প্রমূখ। এছাড়াও স্থানীয় সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প্রিন্ট