মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের দক্ষিণ নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১২ মার্চ দুপুর ৩ টার সময়ে বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন মাঠে দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষাথীবৃন্দর আয়োজনে অনুষ্ঠান করা হয়।
৩৫ তম বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিনুর রহমান ও ধন্যবাদান্তে প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথির আসেন উপস্থিত ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্র লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা অত্র বিদ্যালয় ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ আউয়াল, মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পিল্টন মাহমুদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
|
এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড মেম্বার মঘী ইউনিয়ন বাচ্চু মিয়া, সদর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনসার আলী টিটু, মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার রোকনুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বক্তব্য বলেন দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল ব্যবস্থা করবেন। অনুষ্ঠানের শুরুর আগে বিদ্যালয়ের প্রতিষ্ঠানের ভিতর শহীদ মিনার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্মৃতি ফলক দোয়ার মাধ্যমে উন্মোচন করেন।
প্রিন্ট