ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরকে সন্ত্রাসী দ্বারা প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমেদ ফয়সাল, ইমরান সিজার, ১০ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান।
সভায় বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
|
বক্তারা বলেন বর্তমানে ফরিদপুরের রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ নাই। বেশ কিছুদিন আগে পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হোসেন মিঠুর বাড়িতে বোমা হামলা হয়েছে। গতকাল মনিরের উপর হামলার ষড়যন্ত্র হয়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এভাবে চলতে দেয়া যায় না।
তারা প্রশাসনকে অবিলম্বে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রিন্ট