শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৮ মাচ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ৮ মার্চ বেলা ১১ টার সময় জেলা প্রশাসক চত্বর থেকে শোভাযাত্রা ও ১১.৩০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাগুরা মোঃ আব্দুল কাদের। আন্তর্জাতিক নারী দিবস শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ কলিমুল্লাহ, উপপরিচালক জেলা তথ্য অফিসার মাগুরা পাভেল দাস, সহকারী কমিশনার নাবিলা ইয়াসমিন, সহকারী কমিশনার নাহিদ ফাতেমা, সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলি, এ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকী, সফল নারী উদ্যোক্তা কুইন্স কিচেন নির্বাহী পরিচালক সুমাইয়া ইয়াসমিন সুমি, নির্বাহী পরিচালক আরডিসি লায়লা কানিজ বানু, ব্র্যাক জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম।
|
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা নারী সদস্য বৃন্দগণ। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের বলেন আন্তর্জাতিক নারী দিবসের মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে হবে এবং নারীদেরকে সম্মান প্রদর্শন করতে সবাইকে আহবান জানান।
প্রিন্ট