আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন,দেশে দীর্ঘ মেয়াদী উন্নয়ন চাইলে বঙ্গবন্ধুর কন্যার নৌকা প্রতিকের পক্ষে সকলকে ঐক্যবন্ধ হতে হবে। আগামী নির্বাচন এদেশের উন্নয়নের ধরা অব্যহত রাখার চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। কারণ দেশের স্বাধীনতা বিরোধীরা নানা ভাবে ষড়যন্ত্র করছে, তারা চায়না সুষ্ঠ নির্বাচন। তারা অতীতের মতো পেছনের দরজা দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে চায়।
শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে এ কথা বলেন ।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এই কর্মীসভা তুজারপুর উচাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- মোঃ সাইফুর রহমান মিরন, সহ সভাপতি- মোঃ ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জান রাজাসহ স্থানীয় নেতা কর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ আরো বলেন, সন্তানদের সত্যিকার অর্থে সুন্দর ভবিষ্যত গড়তে চাইলে, নৌকার বিকল্প নেই। একমাত্র আধুনিক রাষ্ট্র উপহার দিতে পারে শেখ হাসিনা, এই জন্য সাধারন মানুষকে নিয়ে দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুল করেও দুষ্ঠ চক্রের ফাদে পা দেওয়া যাবে না।
প্রিন্ট