কুষ্টিয়া খোকসা উপজেলায় ৪ তলা বিশিষ্ট ভবন জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহ: আব্দুস শকীব খান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ৪ আসন সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, জেলা নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল -মাসুম মুর্শেদ শান্তসহ মুক্তি যোদ্ধা ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট