কুষ্টিয়ার খোকসায় খোকসা- জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার দুপুরে বিদ্যালয়ের চত্বরে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি রিপন বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আজকের ছাত্র-ছাত্রীর আগামী দিনের ভবিষ্যৎ,তাই এদেরকে যথাযথ ভাবে প্রকৃতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য অবশ্যই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন আপনাদের সন্তানদেরকে যথাযথভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন তাহলে বর্তমান সরকারের ভিশন আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বর্তমান ছাত্ররায় অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমী সুপারভাইজার মিলন হোসেন, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মুকুল হোসেন, শরিফুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রিন্ট