কুষ্টিয়ার খোকসায় শোমসপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আয়েন উদ্দিন ও অফিস সহকারী ইরান আলি এর বিদায় ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের চত্বরে বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিদায়ী প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমী সুপারভাইজার মিলন হোসেন,শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত, সহকারী প্রধান শিক্ষক আইভিআরা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, বিদায় অফিস সহকারী ইরান আলী প্রমুখ।
|
ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক, শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীবৃন্দ।
অতিথি ও শিক্ষকগণ বিদাযী প্রধান শিক্ষক আয়েন উদ্দিন এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট