ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমা নিয়ে বিরোধের জেরে পল্লব সরকার (৪০) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়েজখম করেছেন আপন বড় ভাই ও ভাতিজারা।রোববার রাতে পৌরসভার কুসুমদী কফি হাউজ সড়কে বিমল বিশ্বাসের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বড় ভাই পনেষ সরকারসহ দুই তাভিজার বিরুদ্ধে সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পল্লব সরকার।
অভিযোগ থেকে জানা যায়, পল্লব সরকার রোববার রাতে নিজ বাড়ি থেকে আলফাডাঙ্গা বাজার যাওয়ার সময় বিমল বিশ্বাসের দোকানের কাছে পৌঁছালে হামলাকারীরা গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন রাতেই তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত ভাতিজা নেপাল সরকার জানান, পল্লব সরকারের সাথে আমাদের জমিজমা নিয়ে দির্ঘদিনের বিরোধ চলছে। সে আমাদের দেখলেই লোক সম্মুখে অপমানজনক কথা বলে। রোববার রাতে বিমল বিশ্বাসের দোকানের পাশে আমার বাবাকে একা পেয়ে পল্লব তার লোকজন নিয়ে হামলা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গোন্ডগোল হয়। আমাকে সে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে।
লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।
প্রিন্ট