ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পৌর শাখার আহ্বায়ক কমিটির সকল সদস্য ও ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের এক যৌথ সভা রোববার রাতে শহরের আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই সভায় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি জনাব শ্যামল কুমার ব্যানার্জি, জনাব মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ঝর্না হাসান, পৌর মেয়র জনাব অমিতাভ বোস দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামীতে ফরিদপুর পৌর আওয়ামী লীগের কমিটি দেয়ার লক্ষে যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরির ব্যাপারে নেতৃবৃন্দ গুরুত্ব আরোপ করেন। যাতে আগামী সংসদ নির্বাচনে তারা দলের হয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে।
প্রিন্ট