ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়, “আলফাডাঙ্গা ক্লাব” কতৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।এ খেলায় “শিবগাতী জোনাশুর ভলিবল একাদশ”জাঁকজমকপূর্ণ আট দলীয় ভলিবল টুর্নামেন্টে জয়লাভ করেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ টুর্নামেন্ট আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় প্রতিটি দলে জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহন করায় এ মাঠে অত্যন্ত উপভোগ্য-মনোজ্ঞ খেলা অনুষ্ঠিত হয়।
মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দেখে আনন্দে মেতে ওঠে হাজারও দর্শক। “আলফাডাঙ্গা ক্লাব” কতৃক আয়োজিত এ মাঠেই প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করে থাকে।
খেলার শেষ ম্যাচে ৩-২ সেটে কুসুমদি একাদশকে হারিয়ে জয়লাভ করে “শিবগাতী জোনাশুর ভলিবল একাদশ”।
আলফাডাঙ্গা ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি এম আর রাসেলের সভাপতিত্বে, এ খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় দলের খেলোয়াড়দের অংশ গ্রহণে প্রথম ইভেন্টে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।
দ্বিতীয় পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর-১ এর সাবেক সংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
খেলা উদ্বোধন করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ.কে.জাহিদুল হাসান জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সোজা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আহমেদ, সাবেক পৌর মেয়র পৌর আওয়ামী সভাপতি সাইফুর রহমান সাইফার, উপজেলার ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রমূখ।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন জাতীয় দলের খেলোয়াড় মইন আহম্মেদ ও ফরিদুল ইসলাম। এবং ধারাভাস্যে ছিলেন আলফাডাঙ্গা কলেজের প্রভাসক মুহিদুল হক ও আলফাডাঙ্গা হাইস্কুলের সিনিয়র শিক্ষক আবুল বাসার।
খেলায় সার্বিক সহোযোগিতায় ছিলেন আলফাডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম,কাজী হানিফসহ আলফাডাঙ্গা ক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রিন্ট