ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে (সি আর ইসি) কর্মরত এক চায়না নাগরিকের সড়ক দূর্ঘটনায় মৃত্যু ঘটেছে। এ দুর্ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন।
জানা গেছে আজ সকাল ৮ টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে (সি আর ইসি) কর্মরত চায়নিজ নাগরিক চেন বিং নিজস্ব পিকআপ গাড়িতে অফিসিয়াল কাজে ঢাকায় যাওয়ার পথে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ঢাকা – খুলনা মহাসড়কের পাঁচ্চর নামক স্থানে একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উল্লেখিত চাইনিজ নাগরিকসহ বাংলাদেশি তিন জন আহত হয়।
আহতদের মধ্যে চাইনিজ নাগরিক চেন বিং গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বলে জানা যায়।
প্রিন্ট