পাবনার চাটমোহরে দুই রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গরু মালিকদের মধ্যে গরু চুরি আতংক বিরাজ করছে। জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলাধীন গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল নতুন পাড়ার আব্দুল মমিনের বাড়ির ১ টি ঘরের দড়জায় বাহির থেকে তালা লাগিয়ে এবং তিনটি ঘরে বাহির থেকে শিকল আটকিয়ে দিয়ে চোর চক্র একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়।
অপরদিকে শনিবার ভোর রাতে মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রাম থেকে মুকুল হোসেন টুটুল নামক এক খামারীর দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। টুটুলের একটি গাভী এবং একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।
মুকুল হোসেন টুটুলের ভাই নূরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরু গোয়ালে বেঁধে রাখা হয়। রাত দুইটার দিকে দেখা যায় গোয়ালে গরু নেই। কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজা খুঁজি করেও গরু দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গরু চুরি রোধ কল্পে চাটমোহরের বিভিন্ন পথে পুলিশ পাহাড়া বসিয়েছি। এতদ সত্তে¡ও গরু চুরির ঘটনা ঘটছে।
প্রিন্ট