কুষ্টিয়ার খোকসায় ওসমানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সাহেব কাজী এর মৃত্যু ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন । শুক্রবার সকাল ১০ টায় নিজ বাড়িতে কাজী আনোয়ার হোসেন সাহেব কাজী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেনে সাহেব কাজীর গার্ড অফ অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর আলী খান, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, খোকসা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম প্রমুখ।
খোকসা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা সাহেব কাজীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও খোকসা উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে মহরমের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধান ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রিন্ট