কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পে উন্নয়ন সহায়তার (ভর্তুকী-৫০%) আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় জেলা প্রশাসকের অফিস চত্বরে উপজেলা প্রশাসন মাগুরা সদর এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর বাস্তবায়নে ২০ টা সিডার চালিত পাওয়ার টিলার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শেখ মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মিনতি রানী দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান, সাবেক আহবায়ক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ শেখ সালাউদ্দিন, পৌর কৃষকলীগের সভাপতি শেখ আহাম্মদ হোসেন বাবু, মাগুরা জেলা ছাত্র লীগের সহসভাপতি মোঃ রাশেদ লস্কার, সাংগঠনিক সম্পাদক সদর থানা কৃষক লীগ মোঃ আনছার আলী টিটু সহ গন্যমান্য ব্যক্তিগণ।
প্রিন্ট