ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জনাব লিটন ঢালী, কলেজ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকিবুল হাসান রাজু, প্রভাষক, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সদর, ফরিদপুর। এছাড়াও ফরিদপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মুকুল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদপুর সদর, ফরিদপুর । তিনি তার বক্তব্যে কর্মশালায় উপস্থিত সকলকে স্বাগত জানান। উদ্বুদ্ধকরণ কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন জনাব আবু বক্কার লিটন, টিম ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র। তিনি বলেন, উদ্বুদ্ধকরণ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। কর্মসূচি পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মূল্যায়ন, বইপড়া শেষে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি টেকসই ও কার্যকর করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের একযোগে কাজ করে যাচ্ছে। বইপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যঃ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জনাব লিটন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন। তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত শিক্ষক ও সংগঠকদের কর্মসূচীর ব্যপারে উদ্ধদ্ধ করেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগিতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগনদের আহ্বান করেন এবং অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষার্থীদের মধ্যে সুচিন্তার বিকাশ ঘটাতে হলে তাদের পাঠ্যবইয়ের বাহিরেও পড়াশোনা করতে হবে। যেসব শিক্ষার্থীরা বেশি পড়ে ওরা একাডেমিক পড়াশোনায় যেমন ভালো করে এবং অন্য সব কিছুতেই ভালো করে। শিশুরা যেমন পরিবেশে বড় হয় সেভাবেই বেড়ে উঠে। শিক্ষার্থীদের সুন্দর একটি পরিবেশ দিতে পারলে তারা সুচিন্তার মানুষ হিসেবে গড়ে উঠবে। আশা করছি এই কমসূচির মাধ্যমে ফরিদপুরের শিক্ষার্থীরা উপকৃত হবে।
কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনাব মোঃ মুকুল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদপুর সদর, ফরিদপুর। তিনি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগণকে আহবান করেন। সেই সাথে তিনি ফরিদপুর সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন এই মর্মে প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
প্রিন্ট