ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর কন্ঠচয়ন ও সদরপুর নাট্যগোষ্ঠী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রহিমা খাতুনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর কন্ঠচয়নের সভাপতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক কবি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মামুন অর রশিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর নাট্যগোষ্ঠির বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরপুর কন্ঠচয়নের কবিরা কবিতা আবৃত্তি এবং শিল্পকলার শিল্পীরা গান পরিবেশন করেন।
|
প্রিন্ট