ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান, আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি মো.ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন প্রমুখ।
এসময় সরকারী- বেসরকারী কর্মকর্তা, সামাজিক, রাজনৈতি, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক উপস্থিত ছিলেন।