আগামীকাল নড়াইলে উদ্বোধন হচ্ছে ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। ১৬ ফেব্রুয়ারী বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জাতীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে সোমবার(১৫ ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হ্যান্ডবল ফেডারেশন এর আয়োজনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম,সহকারী সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রতন,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,আয়েশা জামান খুকী,কামরুন নাহার হীরা,লাজুল করিম কস্তুরি প্রমুখ। লীগ পদ্ধতির এই খেলায় স্বাগতিক নড়াইল জেলা সহ মোট ১২টি জেলা ও বাহিনী অংশ গ্রহন করছে। আগামী ১৯ ফেব্রুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট