হত দরিদ্র ও বিভিন্ন শ্রেনীর শিশুদের নিয়ে নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে । আজ রবিবার সকালে নড়াইল পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে সংগঠনের আয়োজনে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব ভালেবাসা দিবস পালন উপলক্ষ্যে র্যালী, কেককাটা ,কবিতা আবৃতি প্রতিযোগীতা ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী শহরের রপগঞ্জ বাজারের মোস্তারী কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে আলোচনা সভা , কেককাটা , পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মোঃ সতেজের সভাপতিত্বে নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু, নব-নির্বাচিত, মোঃ বাবলু, কাজী জহিরুল হক জহির, মোঃ আনিসুর রহমান, মহিলা কাউন্সিলর ইপি রানী , স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ফয়সাল মোস্তারী, যুব মহিলালীগের পলি রহমান, শাহ পরান, সংগঠনের কর্মকর্তা , বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
করোনাকালে ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন অসহায় দরিদ্রদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে।