মাগুরায় এসি আই মটরস সোনালীকা পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ জানুয়ারি বিকাল ৫ টার সময় ডিলার মেসার্স জাফর এন্টারপ্রাইজ যশোর রোড ভিটাসাইর মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে শোরুম পয়েন্টে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোনালীকা পিঠা উৎসবে সভাপতিত্ব করেন এসি আই টেরিটরী ম্যানেজার মোঃ মাহবুবুজ্জামান অভি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন এসি আই এ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতিয়ার রহমান।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মেসার্স জাফর এন্টারপ্রাইজের ডিলার মোঃ আবু জাফর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এসি আই সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আব্দুল আজিজ ও সিনিয়র রিকভারি অফিসার মোঃ আলীউল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন কাস্টমার আব্দুর রউফ বিশ্বাস, লিটন, আব্দুল আওয়াল সহ এসি আই মটরস কাস্টমারস বৃন্দাগণ।
এসি আই সোনালীকা মটরসের কর্মকর্তাগণ বলেন মুলত পিঠা উৎসবের আয়োজনের মাধ্যমে কাস্টমারদের সাথে বন্ধুত্ব সম্পর্কের মাধ্যমে আনন্দ উল্লাস ভাগাভাগি করে নেওয়া। এসি আই সোনালীকা পিঠা উৎসবে কলা পিঠা, ভাপা পিঠা, ছিটা রুটি পিঠা, জামাই পিঠা, পাকান পিঠা, ভাজা পিঠা, চিতা পিঠা সহ বিভিন্ন রকমের পিঠা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে প্রধান অতিথি আতিয়ার রহমান এসি আই সোনালীকা মটরসের মাগুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শুভাকাঙ্ক্ষী গ্রাহকদের সাথে পিঠা উৎসব ভোজনে অংশ গ্রহণ করেন।
প্রিন্ট