ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরা কুচিয়ামোড়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি দিন আজ। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি করে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া সর্বজনীন নামযজ্ঞ মন্দির কমিটির দীন হীন ভক্ত বৃন্দগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচিয়ামোড়া সর্বজনীন নাম যজ্ঞ কমিটির সভাপতি বিষ্ণুপদ রায়। বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কান্তি মন্ডল জানান দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ভক্ত সুধীর বিশ্বাসের দানকৃত ভূমিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামা যজ্ঞানুষ্ঠান ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ ১৫ জানুয়ারি রবিবার ২০২৩ তারিখ সন্ধ্যা ৭ টার সময় হতে রাত ১০ টা পর্যন্ত গৌর কীর্তন পরিবেশন করে দীপাশ্রী সম্প্রদায় খুলনা তৎপর শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস।

বাংলা ১ মাঘ সোমবার ১৬ জানুয়ারি অরুণোদয় হতে ৩ মাঘ বুধবার ১৮ জানুয়ারি পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী মহানাম সংকীর্তন করা হয়। ৪ মাঘ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি মহানাম সমাপনান্তে কুম্ভভাঙ্গ, নগর কীর্তন দুপুর ২ টার সময় হতে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সেবাইত ছিলেন মাগুরা ভাটপাড়ার শ্রী নিত্যগোপাল মোহন্ত।

নাম সুধা পরিবেশন করেন ভূবন মঙ্গল সম্প্রদায় (বনবাসী সরকার) সিরাজগঞ্জ, শ্রী শ্রী জগৎ বন্ধু সম্প্রদায় (বিশ্বজিৎ মিস্ত্রী) খুলনা, রুপমাধুরী সম্প্রদায় (সৌরভী বিশ্বাস) গোপালগঞ্জ, মা শীতলা সম্প্রদায় (মুক্তি বাইন) গোপালগঞ্জ, স্বর্গ সুধা সম্প্রদায় ( কৃষ্ণা রানী সানা) খুলনা ও দীপাশ্রী সম্প্রদায় (দিপ্তী বাইন) খুলনা।অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার লক্ষাধিক ভক্ত বৃন্দগণের সমাগম হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে হিমাগারে রাখা আলুতে গাছ

error: Content is protected !!

মাগুরা কুচিয়ামোড়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি দিন আজ। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি করে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া সর্বজনীন নামযজ্ঞ মন্দির কমিটির দীন হীন ভক্ত বৃন্দগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচিয়ামোড়া সর্বজনীন নাম যজ্ঞ কমিটির সভাপতি বিষ্ণুপদ রায়। বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কান্তি মন্ডল জানান দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ভক্ত সুধীর বিশ্বাসের দানকৃত ভূমিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামা যজ্ঞানুষ্ঠান ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ ১৫ জানুয়ারি রবিবার ২০২৩ তারিখ সন্ধ্যা ৭ টার সময় হতে রাত ১০ টা পর্যন্ত গৌর কীর্তন পরিবেশন করে দীপাশ্রী সম্প্রদায় খুলনা তৎপর শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস।

বাংলা ১ মাঘ সোমবার ১৬ জানুয়ারি অরুণোদয় হতে ৩ মাঘ বুধবার ১৮ জানুয়ারি পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী মহানাম সংকীর্তন করা হয়। ৪ মাঘ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি মহানাম সমাপনান্তে কুম্ভভাঙ্গ, নগর কীর্তন দুপুর ২ টার সময় হতে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সেবাইত ছিলেন মাগুরা ভাটপাড়ার শ্রী নিত্যগোপাল মোহন্ত।

নাম সুধা পরিবেশন করেন ভূবন মঙ্গল সম্প্রদায় (বনবাসী সরকার) সিরাজগঞ্জ, শ্রী শ্রী জগৎ বন্ধু সম্প্রদায় (বিশ্বজিৎ মিস্ত্রী) খুলনা, রুপমাধুরী সম্প্রদায় (সৌরভী বিশ্বাস) গোপালগঞ্জ, মা শীতলা সম্প্রদায় (মুক্তি বাইন) গোপালগঞ্জ, স্বর্গ সুধা সম্প্রদায় ( কৃষ্ণা রানী সানা) খুলনা ও দীপাশ্রী সম্প্রদায় (দিপ্তী বাইন) খুলনা।অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার লক্ষাধিক ভক্ত বৃন্দগণের সমাগম হয়েছে।