ভারত, কানাডা, আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মীয় লোকজনের অংশগ্রহণে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রী বিষ্ণু সেবা সমিতির পরিচালনায় শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রমে আন্তর্জাতিক ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আজকে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে মধ্যে রাত প্রর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলফাডাঙ্গা পৌরসভায় অবস্থিত শ্রী শী বিষ্ণু পাগলের আশ্রমের সভাপতি ননী গোপাল স্বর্ণকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ত্রিণাথ চন্দ্র পালের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের নদীয়া থেকে আগত বিশ্ব পরাব্রাজকাচার্য্য আচার্য্যপাদ ত্রিদন্ডি স্বামী শ্রী শ্রীল শ্রীমদ্ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরু মহারাজ।
প্রিন্ট