তৃতীয় আন্ত কিং কারতে প্রতিযোগীতায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কারাতে দল তিনটি স্বর্ন ও দশটি তাম্র পদক অর্জন করেছে। গত ১৫জানুয়ারী রবিবার দিনব্যাপী ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে এ কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ অনুষ্ঠানের প্রধান অতিথি ও পুলিশ সুপার মো: শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।
কুমিতে ও একক কাতায় অংশ গ্রহন করে একটি করে স্বর্ন এবং একটি তাম্র পদক অর্জন করে জান্নাত ও আবদুল্লাহ।অন্যদিকে শুধু কুমিতে অংশ নিয়ে একটি স্বর্ন পদক অর্জন করে উর্মী খান। এছাড়া উক্ত দুটি ইভেন্টে অংশ নিয়ে মুসফিকুর রহমান লালন ২টি, রিতু আক্তার ২টি, সৈয়দ আবদুল্লাহ ২টি, রেখা ১টি, মহিউদ্দীন ১টি তাম্র পদক অর্জন করে।
চরভদ্রাসন উপজেলা কারাতে দলের এ অর্জনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউসার। তিনি বলেন জেলা পর্যায়ে কারাতে প্রতিযোগীতায় আমাদের ছেলে মেয়দের এ অর্জন উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে। খেলার মানোন্নয়নে সবসময় তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
প্রিন্ট