কুষ্টিয়ার খোকসায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খোকসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে দ্বিতীয় দফায় বাংলাদেশে মোট ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন ঘোষণা করেন এর মধ্যে খোকসা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোকসা উপজেলা মডেল মসজিদের হলরুমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুজ্জামান, ইসলামি ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ হেলালুজ্জামান, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপবিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার ফয়সাল আহমেদ, সুপারভাইজার জালাল উদ্দিন উপজেলা জামে মসজিদের ইমাম আবু দাউদ, হাফেজ সালাউদ্দিন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুধী ও সাংবাদিকগন। উদ্বোধন অনুষ্ঠান শেষে মডেল মসজিদের ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উদ্বোধন শেষে মডেল মসজিদে প্রথম যোহরের নামাজ অনুষ্ঠিত হয়, নামাজ পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান, জোহরের নামাজ আদায় করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাধারণ মুসল্লিগন।
প্রিন্ট