সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ওই ছাত্রকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রনি কুষ্টিয়ার খোকসা উপজেলার চৌরঙ্গী ইব্রাহিম জোয়ার্দার হিফজুল কোরআন নূরানি মাদ্রাসার ছাত্র ও গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রামের মো. তোফান প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসাছাত্র রনি শ্যাম্পু কিনতে চৌরঙ্গী বাজারে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে ওই ছাত্রকে অজ্ঞান করে কৌশলে পাংশার মাছপাড়া নিয়ে যায়। চক্রটি তার বাবাকে ফোন করে টাকা দাবি করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ছাত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণকারী চক্রের কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি।’
প্রিন্ট