পাবনার চাটমোহরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেনকে মুদি দোকানঘর সহ বিপনির মালামাল প্রদান করা হয়েছে।সোমবার(১৬ জানুয়ারি) দুপুরে মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে দোকানঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কর্মসংস্থান তৈরির লক্ষ্যে উপজেলার ভাদড়া গ্রামের আনছার প্রামানিকের ছেলে প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেনকে এ দোকানঘর ও মালামাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহল।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম প্রমূখ।
প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেন জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ দোকানঘর পেয়ে আমি খুব খুশি।এখন থেকে আর মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করতে হবে না। সমাজে ভালোভাবে বেচে থাকতে পারবো। সমাজসেবা অফিসার স্যারের এ উপকারের কথা কোনদিন ভুলবো না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম জানান,ভিক্ষুক শাহীন পাবনা পল্লী বিদুৎ সমিতির আওতায় কাজ করতেন। বৈদ্যুতিক দূর্ঘটনায় তার দুই পা ও একটি হাতে কেটে ফেলতে হয়।তারপর থেকে শাহীন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।মুদি দোকানের মাধ্যমে শাহীন স্বাবলম্বী হতে পারবে। এবং সমাজে তার মর্যাদা ফিরে আসবে। সরকারের ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান একটি চলমান কর্মসূচি আগামিতে এ ধারা চলমান থাকবে।শাহীন ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা করে পরিবারের সদস্য নিয়ে এ থেকে আয় করে সুখী জিবন জাপন করবে বলে আশা করছি।
প্রিন্ট