কুষ্টিয়ার খোকসায় শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক তত্ত্বাবধানে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। সকালে জাতীয় পতাকা, ক্রিড়া পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, জেলা এ্যাথলেটিকস ফেডারেশনের প্রতিনিধি পলাশ মাহমুদ, কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রেজাউর রহমান ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, ও শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জা মান, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুজ্জামান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিড়া শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীবিন্দু। শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক ক্রীড়ামোদী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রিন্ট