পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।রবিবার ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তন চত্ত্বর ভিক্ষুক পুর্নবাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ ছাগল বিতরন করা হয়।
এসময় উপস্থিত থেকে ছাগল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম, মহিলা বিষয়ক কমকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সহকারী প্রোগামার আব্দুল্লাহ আল নোমান, গুনাহগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু,ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ডিবিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শামীম হোসাইন প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১০ জন ভিক্ষুকের মাঝে ৩ টি করে ছাগল ও প্রাথমিক খরচ হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। সরকারের চলমান কর্মসূচি এটি আগামিতে আরো ভিক্ষুকদের এর আওতায় আনা হবে।
প্রিন্ট