ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন গৃহহীন অসহায় হত দরিদ্র ১০ টি পরিবারের মাঝে আশ্রায়ন প্রকল্প ঘরের চাবি হস্তানর করা হয়।
উপজেলার প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ভূমিহীন গৃহহীনদের মাঝে এ আশ্রয়ণ প্রকল্পের ঘর বুঝিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, দোয়া ও মোনাজাত পরিচালনা আওয়ামী লীগ নেতা এ এনএম জামাল।
প্রিন্ট