একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা আজ বেলা ১২ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে কালিদাস কর্মকারের পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এ সময় শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তারা।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বিকাল তিনটায় বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদাস কর্মকারের ছোট বোন সঞ্চিতা কর্মকার, ভাই প্রশান্ত কর্মকার দেবদাস কর্মকার, ছোট ভাই বউ হাসি তালুকদার , কালিদাস কর্মকারের ভগ্নিপতি কিশোর কুমার ভাগ্নে আমিনুল ইসলাম বাবু।
এ সময় প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট